লিসানের নতুন গান ‘কিছু রঙ’

15


মুক্তি পাচ্ছে জনপ্রিয় ব্যান্ড অবলিকের সাবেক ভোকাল লিসানের নতুন গান ‘কিছু রঙ’। গত বছর অক্টোবরে অবলিকের সঙ্গে যাত্রা শেষ হওয়ার পর এটিই তাঁর প্রথম গান। এক বছর পর ফিরে এসে নতুন গানে নতুন করে নিজেকে উপস্থাপন করতে চেয়েছেন লিসান।

‘কিছু রঙ’ গানটি লিখেছেন জাহরা লাবিবা আহমেদ নাজিফা, সুর করেছেন লিসান নিজেই। গানের সংগীতায়োজনে ও মিক্স-মাস্টার করেছেন বারাকাত শোভন।

লিসানের নতুন গান ‘কিছু রঙ’ ইউটিউব চ্যানেল Lisan & The Blindmen-এ রিলিজ পাচ্ছে আজ বৃহস্পতিবার। এ ছাড়া আজ সন্ধ্যা ৬টায় ফার্মগেটের হেভি মেটাল টিশার্টের আউটলেটে গানটির রিলিজ অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে গানের পাশাপাশি মুক্তি পাবে ব্যান্ডের প্রথম টি-শার্টও, যা দেশের সব হেভি মেটাল টি-শার্ট আউটলেটে পাওয়া যাবে। 

অবলিকের সঙ্গে যাত্রা শেষ করে লিসান গড়ে তুলেছেন নিজস্ব ব্যান্ড ‘লিসান অ্যান্ড দ্য ব্লাইন্ডমেন।’ এর আগে অবলিকের সঙ্গে তাঁর গান ‘ভণ্ড’, ‘কৈশোর’, ‘স্তব্ধ’ দর্শক সারা পেয়েছিল। 





Source link