
বলিউডের ফার্স্ট ফ্যামিলির চতুর্থ প্রজন্মের অভিনেতা রণবীর কাপুর। অভিনয় তাঁর রক্তে। ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয়ে নজর কেড়েছেন। পৃথ্বীরাজ কাপুরের বংশধররা বলিউড ইন্ডাস্ট্রিতে ঝাঁকিয়ে আছেন, তবে পড়াশোনার মামলায় অনেকটাই পিছিয়ে। একথা নিজের মুখে স্বীকার করেছেন রণবীর।
রাজ কাপুরের নাতি, রণবীর ফাঁস করলেন কাপুর বংশের তিনিই প্রথম ব্যক্তি যে দশম শ্রেনী পাশ করেছেন! তবে পড়াশোনায় মোটেই ভালো ছিলেন না রণবীর। সাধারণভাবেই পাড় হয়েছেন প্রতিটা ক্লাস।
দশম শ্রেনীর বোর্ড পরীক্ষায় কত নম্বর পেয়েছিলেন রণবীর? প্রশ্ন শুনে মুচকি হেসে অভিনেতা বলেন, ‘৫৩.৪ শতাংশ পেয়েছিলাম’। এরপর রণবীর যোগ করেন, ‘যখন আমার রেজাল্ট প্রকাশ হয়েছে, আমার পরিবার দারুণ খুশি ছিল, এমনকি আমার জন্য বিরাট পার্টিও রেখেছিল। ওনারা এতোটা আশা করেননি। আমাদের পরিবারের প্রথম ছেলে হিসাবে আমি দশম শ্রেনী পাশ করেছিলাম’।
পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন, কাপুর পরিবারের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি তিনি। রণবীর বলেন, ‘আমার বাবা এইট পাশ, আমার কাকা নাইন পাশ, আমরা ঠাকুরদা (রাজ কাপুর) ক্লাস সিক্স অবধি পড়াশোনা করেছেন। সত্য়ি বলতে আমাদের বাড়ির সবচেয়ে শিক্ষিত ব্যক্তি আমি’।
স্কুলের গণ্ডি পার করে রণবীর অভিনয় এবং ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করেছেন বিদেশে, এরপর বেশ কয়েক বছর সঞ্জয় লীল বানশালির সহকারী হিসাবে কাজ করেছেন। ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ সিনেমার মাধ্যমে অভিনয় শুরু রণবীরের।
চলতি মাসেই মুক্তি পাবে রণবীরের ‘শামশেরা’। এই সিনেমা দিয়ে চার বছর পর বড় পর্দায় ফিরছেন তিনি।