
রোম্যান্টিক হিরোর মুখোশ ছেড়ে একেবারে রাফ অ্যান্ড টাফ লুকে যোদ্ধার চরিত্রে রণবীর কাপুরের জমজমাট অ্যাকশন দেখার অপেক্ষায় দিন গুনছিল দর্শক। এবার অপেক্ষার কিছুটা অবসান হলো। প্রকাশ্যে এল শামশেরার ট্রেলার। টিজারেই চমকে দিয়েছিলেন রণবীর, ট্রেলারেও রীতিমতো ফাটিয়ে দিলেন!
পরিচালক করণ মালহোত্রার এই ছবির প্রেক্ষাপট ১৮ শতকের মাঝামাঝি সময়। কাল্পনিক ‘কাজা’ শহরকে ঘিরে ছবির গল্প। ছোট থেকেই দাসত্বের শৃঙ্খল পায়ে নিয়ে বড় হয়েছে শামশেরা। এরপর নিজ জাতিকে রক্ষার দায়িত্ব কাঁধে তুলে নেয় সে। ‘স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়’ ছবির ট্রেলারে বার্তা দেয় শামশেরা চরিত্রটি। শাসকের অত্যাচারে নিপীড়িত মানুষের দুর্দশার চিত্র এবং সেই দাসত্ব থেকে মুক্তির লড়াই উঠে আসবে এই ছবিতে। এই ছবিতে প্রথমবার দ্বৈত চরিত্রে দেখা যাবে রণবীরকে।
ছবির টিজারে ধরা না দিলেও ট্রেলারে দেখা মিলল অভিনেত্রী বাণী কাপুরের। নৃত্যশিল্পী চরিত্রে দেখা যায় তাঁকে। আগামী ২২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘শামশেরা’।