
প্রেক্ষাগৃহে আকাশচুম্বী সাফল্যের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। ফলে ঘরে বসেই ব্লকবাস্টার সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শক।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, আজ শুক্রবার (৩ জুন) থেকে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’-এর স্ট্রিমিং শুরু হলো। সিনেমাটি কন্নড়, হিন্দি, তামিল, তেলুগু ও মালয়ালম ভাষায় দেখতে পাবেন দর্শক। ভারতসহ ২৪০ দেশ ও অঞ্চলে ঘরে বসে দেখতে পারবেন অ্যামাজন প্রাইমের সদস্যরা।
‘কেজিএফ: চ্যাপ্টার টু’ সিনেমায় ইয়াশ ওরফে রকি ভাই মুখোমুখি হন সঞ্জয় দত্ত ওরফে আধীরার। প্রশান্ত নীলের পরিচালনায় ছবিতে আরও রয়েছেন রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠির মতো অভিনয়শিল্পীরা।
এর আগে আমির খান অভিনীত ‘দঙ্গল’ এবং এস এস রাজামৌলি পরিচালিত ও প্রভাস অভিনীত ‘বাহুবলি: দ্য কনক্লুসন’ সিনেমা ১২০০ কোটির ক্লাবে প্রবেশ করে।