
২০২২ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) মেটলাইফ বাংলাদেশের গ্রাহকেরা বিমার টাকা হিসেবে পেয়েছেন ১ হাজার ২৭৯ কোটি টাকা। এর মধ্যে রয়েছে বিমা পলিসির মেয়াদপূর্তি এবং মৃত্যু বা স্বাস্থ্যগত কারণে করা বিমাদাবি টাকা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেটলাইফ জানিয়েছে, মেটলাইফের গ্রাহকেরা বিমাদাবি খুব সহজে, মাত্র তিন দিনে পেয়ে যান। কারণ তাঁরা হাসপাতালে ভর্তি বা মৃত্যুর ক্ষেত্রে সঠিক কাগজপত্র অনলাইনে জমা দিয়ে বিমাদাবি আবেদন করতে পারেন। গত পাঁচ বছরে (২০১৭-২০২১) মেটলাইফের সামগ্রিকভাবে বিমা দাবি নিষ্পত্তির পরিমাণ ৫,৯০০ কোটি টাকার বেশি।
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘কোনো ঝামেলা ছাড়াই দ্রুত বিমার টাকা পাওয়া গ্রাহকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাহকের এই সুবিধার কথা চিন্তা করে এবং আরও দ্রুত বিমাদাবি পরিশোধের দক্ষতা বৃদ্ধির জন্য আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি।’