
‘SONY-RANGS’ নামে বহুল পরিচিত Rangs Electronics Limited সর্বশেষ Sony BRAVIA K–সিরিজের এলইডি টিভি বাজারজাতকরণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। রাজধানী ঢাকার বাংলামোটরে সনি সিসিএম সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।
Sony BRAVIA XR™ OLED টিভিতে লেটেস্ট কগনেটিভ প্রসেসর XR™ সমৃদ্ধ। যা ছবি বা ভিডিও কন্টেন্টকে এমন প্রাণবন্তভাবে উপস্থাপন করে, যেভাবে একজন মানুষ সাধারণ চোখে দেখতে চায়। কগনেটিভ প্রসেসর XR™ বুঝতে পারে যে, কনটেন্টের কোথায় মানুষের দৃষ্টি পড়তে পারে এবং সেই অনুযায়ী প্রতিটি ছবিকে হাজার হাজার ফ্রেমে নিয়ে ক্রস অ্যানালাইসিস করে প্রাণবন্ত কালার কনটেন্ট উপস্থাপন করে।
এই OLED-এর সঙ্গে জনপ্রিয় ‘গুগল’ এখন ৩২ ইঞ্চি এইচডি থেকে ৮৫ ইঞ্চি ৪কে ইউএইচডি টিভি পর্যন্ত সব মডেলের রেঞ্জে পাওয়া যাচ্ছে। মোট ১৭টি নতুন কে সিরিজের এই ৪কে মডেলগুলো সনির দৃষ্টিনন্দন পিকচার প্রসেসিং টেকনোলজি ৪কে প্রসেসর X1™ সমৃদ্ধ,৪কে X-Reality™ PRO, TRILUMINOS Pro ডিসপ্লে। এই ৪কে এইচডিআর টিভি মডেলগুলোর ফ্লাশ সারফেস এবং ন্যারো বেজেল যা টিভি দেখার আনন্দকে দেবে অনন্য এক মাত্রা। এ ছাড়া সনির গুগল টিভি স্মার্ট হোম ইন্টিগ্রেশনের জন্য থাকছে গুগল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে হ্যান্ডস ফ্রি ভয়েস সার্চ, ইউটিউব, নেটফ্লিক্স, আমাজন ভিডিওসহ গুগল প্লে থেকে ৭ হাজারেরও বেশি অ্যাপের বিশাল সমাহার।
সব নতুন মডেল এরই মধ্যে দেশব্যাপী সনি–র্যাংগসের শোরুম এবং অনলাইন স্টোর: shop.rangs.com.bd–তে পাওয়া যাচ্ছে। এ ছাড়া লঞ্চিং অফার হিসেবে BRAVIA XR Polo T-Shirt, Sony Soundbar HT-S 100F বিনা মূল্যে উপহার এবং সমস্ত নতুন মডেলের জন্য অনলাইন অর্ডারে অতিরিক্ত ৫% ছাড় চলছে।
অনুষ্ঠানে সনি বাংলাদেশ ব্রাঞ্চ টিমের চিফ ফিন্যান্সিয়াল অফিসার কালী চরণ দাস, জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানে আলম ও র্যাংগস ইলেকট্রনিকসের অন্যান্য কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।