৫০ বছর পূর্তিতে ভুয়া পুরস্কারের বার্তা, সতর্ক করল বিমান

41


বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫০ বছর পূর্তি উপলক্ষে পত্রিকা, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপসহ অন্যান্য মিডিয়ায় বিমানের লোগো ব্যবহার করে পুরস্কার বিতরণের বার্তা দেওয়া হচ্ছে। কিছু অসাধু চক্র এমন কাজ করছে। এর সঙ্গে বিমানের কোনো সংশ্লিষ্টতা নেই। 

আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে সবাইকে সতর্ক করেছেন। 

বিজ্ঞপ্তিতে বিমানের নাম ও লোগো ব্যবহার করে পুরস্কারের বার্তায় বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। 

বিমান সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য বিমানের ওয়েবসাইট www.biman.gov.bd এবং www.biman-airlines.com ভিজিট করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

 





Source link