শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে ভারতের সহযোগিতা চেয়েছি, এটা ডাহা মিথ্যা: পররাষ্ট্রমন্ত্রী

35


‘শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারত সরকারকে সেটা করার অনুরোধ করেছি’–এই বক্তব্য দেওয়ার মাত্র চার দিনের মাথায় ভোল পাল্টিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। নিজের দেওয়া ওই বক্তব্যকে সরাসরি অস্বীকার করে তিনি বলেছেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে—এই অভিযোগ ডাহা মিথ্যা। আমি এই অভিযোগের ধারেকাছেও নেই।’
 
আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের এক সভা শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

১৮ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জেএমসেন হলে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারত সরকারকে সেটা করার অনুরোধ করেছি।’ তিনি বলেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাঁকে টিকিয়ে রাখতে পারলে আমাদের দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে এবং সত্যিকারের সাম্প্রদায়িকতামুক্ত, অসাম্প্রদায়িক একটা দেশ হবে। সে জন্য শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারত সরকারকে সেটা করার অনুরোধ করেছি।’ তাঁর এই বক্তব্যের পর দেশজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। মন্ত্রীর এমন বক্তব্যে সরকারের পাশাপাশি বিব্রত আওয়ামী লীগও।

আরও পড়ুন:





Source link