বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১০ কোটি টাকা দিল সেনাবাহিনী

53


বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরাসরি অংশগ্রহণের পাশাপাশি আর্থিক সাহায্যেও এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর সব সদস্যের একদিনের বেতনের সমপরিমাণ ১০ কোটি টাকার চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

গতকাল বুধবার এই চেক হস্তান্তর করা হয়েছে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এই তথ্য জানা গেছে।

আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গত বুধবার গণভবনে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সিলেটসহ বাংলাদেশের বিস্তীর্ণ উত্তরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন। 





Source link