ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা

44


পেশাদার কূটনীতিক প্রণয় কুমার ভার্মাকে বাংলাদেশে পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিয়োগের তথ্য প্রকাশ করেছে। প্রণয় কুমার শিগগির নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রণয় কুমার ভার্মা ২০১৯ সালের ২৫ জুলাই থেকে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। যন্ত্র প্রকৌশলে স্নাতক ভার্মা ১৯৯৪ সালে ভারতীয় পররাষ্ট্র সার্ভিসে যোগ দেন। চীন, নেপাল, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে কূটনৈতিক দায়িত্বে নিয়োজিত ছিলেন।

প্রণয় কুমার ঢাকায় বর্তমান হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন। দোরাইস্বামীকে যুক্তরাজ্যে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বলে ভারতীয় সংবাদপত্রগুলোতে এর আগেই খবর প্রকাশ পেয়েছে।

দোরাইস্বামী আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি সফরের পর তাঁর নতুন কর্মস্থলে যোগ দিতে পারেন বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।





Source link