
ইংলিশ ফুটবলে কয়েক মৌসুম হলো উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী করছে লিভারপুল-ম্যানচেস্টার সিটি। নতুন মৌসুমের পর্দা ওঠানো এফএ কমিউনিটি শিল্ড সেই উত্তেজনায় আরেক দফা ঘি ঢেলেছে।
কিং পাওয়ার স্টেডিয়ামে আজ রাতে পেপ গার্দিওলার সিটিকে ৩-১ গোলে হারিয়ে ঢাল আকৃতির শিরোপা ঘরে তুলেছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। ১৬ তম কমিউনিটি শিল্ড শিরোপা জিতে ঠিক ১৬ বছরের অপেক্ষা ফুরিয়েছে অল রেডদের।
দ্বৈরথের আগে সবার নজর ছিল দুই দলের আক্রমণভাগের নতুন অস্ত্র আর্লিং হালান্ড ও ডারউইন নুনেজের দিকে। হালান্ডকে হতাশা উপহার দিয়ে প্রথম দফা বিজয়ের হাসি হেসেছেন নুনেজ। সিটির কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া গোলটি করেছেন তিনিই। মোহামেদ সালাহকে পেনাল্টিও পাইয়ে দিয়েছেন উরুগুয়েন স্ট্রাইকার। স্পট কিক থেকে মিসরীয় তারকার নিখুঁত নিশানাভেদে দ্বিতীয়বার এগিয়ে যায় লিভারপুল।
বিরতির পর ম্যাচে ফিরেছিল সিটিজেনরা। ৭০ মিনিটে সমতা আনেন সিটির নতুন আর্জেন্টাইন রিক্রুট হুলিয়ান আলভারেজ। শেষ ২০ মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ক্লপের পুরোনো আর নতুন সৈনিক সালাহ-নুনেজ।