
এশিয়া কাপের সূচি প্রকাশের একদিন পরেই স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। সঙ্গে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্যও দল দিয়েছে তারা।
এই মাসের শেষদিকে শুরু হবে এশিয়া কাপ। সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের মহাদেশীয় লড়াইয়ের এই টুর্নামেন্টও হবে ২০ ওভারের। মঙ্গলবার প্রকাশ হয় এশিয়া কাপের সূচি।
বুধবার ঘোষিত পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি হাসান আলীর। ডাচদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও নেই এই পেসার। তবে দুই স্কোয়াডেই জায়গা পেয়েছেন নাসিম শাহ। ১১টি টেস্ট খেলে ফেললেও এখনো সাদা বলে অভিষেক হয়নি ১৯ বছর বয়সী পেসারের।
দুই স্কোয়াডে জায়গা পেয়েছেন আরেক পেসার শাহীন শাহ আফ্রিদি। হাঁটুর চোটের কারণে গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ছিলেন না তিনি।
শাহীন আফ্রিদির দলে ফেরার প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানায়, ‘তাঁর পুনর্বাসন প্রোগ্রামের তত্ত্বাবধান করছেন টিম ট্রেইনার ও ফিজিওথেরাপিস্ট। তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নেবেন তারাই।’
হাসান আলী দলে জায়গা না হওয়ার প্রসঙ্গে পিসিবির বক্তব্য, ‘হাসানকে আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে নাসিম শাহকে।’
নেদারল্যান্ডসের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, সালমান আলী আগা, শাহীন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি, জাহিদ মেহমুদ।
পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, হায়দার আলী, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির।