
এশিয়া কাপ শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে এই মহাদেশের ক্রিকেটের সেরা ছয় দল। তবে সবার নজর ভারত-পাকিস্তান ম্যাচের দিকে। দুই এশিয়ান চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের উত্তেজনার উত্তাপ এখনই ছুঁয়ে যাচ্ছে সকলকে। বিশেষ করে ক্রিকেটারদের মধ্যে উত্তেজনাটা বেশি থাকে।
পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে আসন্ন ম্যাচটি নিয়ে কথা বলেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ভারত-পাকিস্তান ম্যাচকে ‘হাই প্রেশার’ ম্যাচের তকমা দিলেন তিনি।
সাধারণত ভারত-পাকিস্তানের যেকোনো ম্যাচ নিয়ে রুদ্ধশ্বাস উত্তেজনা থাকে। দুই দলের ম্যাচ যদি হয় আবার বিশেষ কোনো টুর্নামেন্টের তাহলে উত্তেজনার পারদ আরও বেড়ে যায়। এশিয়া কাপ ২৭ আগস্ট শুরু হলেও সবার নজর ২৮ আগস্ট ভারত-পাকিস্তান ম্যাচর দিকে। যে ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে আগ্রহের কমতি নেই। দুই দলের ম্যাচ নিয়ে আলাদা পরিকল্পনা ও কৌশল সাজাচ্ছে অধিনায়কেরা।
স্টার স্পোর্টসকে নিজের পরিকল্পনার কথা জানাতে গিয়ে ভারতের অধিনায়ক রোহিত বলেন, ‘প্রত্যেকে ভারত-পাকিস্তান ম্যাচ দেখে। নিঃসন্দেহে বলা যায়, এটি একটি ‘হাই প্রেশার’ ম্যাচ। তবে দলের মধ্যে চাইব স্বাভাবিক আবহাওয়া তৈরি করতে। ম্যাচের উত্তেজনার আঁচ যেন আমাদের স্পর্শ না করে। আমার ও কোচের পক্ষে ক্রিকেটারদের বলা গুরুত্বপূর্ণ যে, এটি আরেকটি প্রতিদ্বন্দ্বীপূর্ণ ম্যাচ কেবল।’
শেষবার ভারত-পাকিস্তান মুখোমুখি হয় ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। সে ম্যাচে পাকিস্তান আইসিসির কোনো টুর্নামেন্টে ভারতকে প্রথমবারের মতো হারায়। আর এশিয়া কাপে দুই দল ১৪ বার একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করেছে। ভারতের ৮ বারের বিপরীতে ৫ বার জয় পেয়েছে পাকিস্তান। বাকি ম্যাচের ফল হয়নি।