
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটল। লম্বা সময়ের জন্য টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়কত্ব পেয়েছেন সাকিব আল হাসান। টেস্টের পর টি-টোয়েন্টি সংস্করণেরও নেতৃত্বে ফিরেছেন এই অলরাউন্ডার।
আজ বিকেলে গুলশানে নিজ বাসভবনে সাকিবের সঙ্গে আলোচনায় বসেছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। উপস্থিত ছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
আগেই গুঞ্জন ছিল আবারও টি-টোয়েন্টির নেতৃত্ব পাচ্ছেন সাকিব। তবে সম্প্রতি অনলাইন নিউজ পোর্টাল বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি করায় শুরু হয় ধোঁয়াশা। যদিও অনেক জলঘোলার পর বৃহস্পতিবার সেই চুক্তি বাতিল করেন সাকিব।
তৃতীয় মেয়াদে নেতৃত্বে ফিরেছেন সাকিব। এর আগে ২০০৯ সাল ও ২০১৭ সালে টি-টোয়েন্টির অধিনায়ক হয়েছিলেন এই অলরাউন্ডার। তাঁর দুই মেয়াদে ২১ ম্যাচে ৭ টিতে জয় পেয়েছে বাংলাদেশ। যদিও সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লা ভারী। ২১ ম্যাচের ১৪ টিতেই হেরেছিল দল।