বিশ্বকাপেও বায়ার্ন মিউনিখের দাপট

16


বুন্দেসলিগায় একচ্ছত্র আধিপত্য বায়ার্ন মিউনিখের। জার্মান ফুটবলের সবচেয়ে সফল দল তারা। চ্যাম্পিয়নস লিগের তৃতীয় সর্বোচ্চ ৬টি শিরোপা জিতেছে বাভারিয়ানরা। ইউরোপ শ্রেষ্ঠত্বের এবারের আসরেও গ্রুপ সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে হুলিয়ান নাগেলসম্যানের দল। আর বুন্দেসলিগার চলতি মৌসুমে শীর্ষস্থানে থেকে বিরতিতে গেছে বাভারিয়ানরা।

তবে কাতার বিশ্বকাপেও এক জায়গায় দাপট বায়ার্নের। ২০ নভেম্বর থেকে মরুর বুকে শুরু হওয়া বিশ্বকাপে সবচেয়ে বেশি খেলোয়াড় জার্মান ক্লাবটির। বিভিন্ন দেশের হয়ে বাভারিনয়ানদের ১৭ জন খেলোয়াড় অংশ নেবে বিশ্বকাপে। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ জন করে আছে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির।

এই তালিকায় তৃতীয় স্থানে আল-সাদ। স্বাগতিক দেশ কাতারের ক্লাবটির ১৫ জন খেলোয়াড় আছে বিশ্বকাপ স্কোয়াড়ে। ১৪ জন ম্যানচেস্টার ইউনাইটেডের। ইউরোপের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদের রয়েছে ১৩ জন খেলোয়াড়। ১২ ফুটবলার চেলসির। ১১ জন করে রয়েছে পিএসজি ও টটেনহামের।





Source link