
জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরে গেছেন রাসেল ডমিঙ্গো-অ্যালান ডোনাল্ডরা। তবে দলের সঙ্গে বাংলাদেশে এসেছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স। দেশে ফেরার পর তাঁর সঙ্গে বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সিডন্সের সঙ্গে একজন পাওয়ার হিটিং কোচ নিয়ে কথা বলেন তিনি।
যদিও সিডন্স নিজেই পাওয়ার হিটিং কোচের কাজ করবেন বলে জানিয়েছেন পাপনকে। মিরপুরে সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের নিয়ে পাওয়ার হিটিংয়ের কাজ করছেন তিনি। আজ সাকিবদের প্র্যাকটিস দেখতে মাঠে আসেন পাপন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমরা একটা পাওয়ার হিটিং কোচ নিয়ে আলোচনা করছিলাম। তো তখন জেমি বলল ওর নাকি এটাতে (পাওয়ার হিটিং) বিশেষত্ব আছে।’
সিডন্সের সঙ্গে আলোচনা নিয়ে পাপন আরও বলেন, ‘আমাদের টি-টোয়েন্টির মানসিকতা সম্পূর্ণ বদলাতে হবে। এখানে পাওয়ার হিটিংয়ের গুরুত্ব সবচেয়ে বেশি। এখানে ১৩০-১৪০ করে ম্যাচ জেতা কঠিন। ১৮০-২০০ করতে হবে। এটা সব সময় মাথায় রাখতে হবে। এখন যে অবস্থায় আছে, সেখানে এমন কোনো লক্ষণ দেখছি না। সে জন্য এটাকে পরিবর্তন করা দরকার। কী করা যায় তা নিয়ে আলোচনা করছিলাম। তখন জেমি এসে বলল, সে নাকি এটাতে (পাওয়ার হিটিংয়ে) খুবই আগ্রহী।’