
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টস হেরেছে বাংলাদেশ। একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামবেন তামিম ইকবালরা। আজ বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হবে।
আগের দিন চোটে পড়ে সিরিজ থেকে ছিটকে গেছেন লিটন দাস। চোটে পড়ে বিশ্রামে আছেন পেসার মোস্তাফিজুর রহমানও। তাঁদের জায়গায় দলে জায়গা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন।