
ইসলামিক সলিডারিটি গেমসে সোনা জয়ের সেরা সুযোগটা নষ্ট হলো বাংলাদেশের। স্বাগতিক তুরস্কের কাছে হেরে কম্পাউন্ড দলীয় নারী ইভেন্টে রুপা জিতেছেন বাংলাদেশের নারী তিরন্দাজরা।
স্বাগতিক তুরস্কের ইয়েসিম বোস্তান, বেরা সুজের ও সেভিম ইয়েলদিরের কাছে ফাইনালে ২২৯-২২২ সেট পয়েন্টে হেরেছেন শ্যামলী রায়, রোকসানা আক্তার ও পুষ্পিতা জামান। এই ইভেন্টে তৃতীয় কোনো নারী দল না থাকায় সরাসরি ফাইনালে উঠেছিল বাংলাদেশ ও তুরস্ক। সোনা জেতা না হলেও বড় কোনো টুর্নামেন্টে কম্পাউন্ড নারী দলের এটাই বড় সাফল্য।
আর্চারি থেকে আজ আরও দুটি পদক জিতেছে বাংলাদেশ। রিকার্ভে নারী ও পুরুষ দুই ইভেন্টেই ব্রোঞ্জ জিতেছেন রোমান সানা-দিয়া সিদ্দিকীরা। ছেলেদের দলীয় ইভেন্টে ব্রোঞ্জের লড়াইয়ে সৌদি আরবকে ৬-০ সেটে হারিয়েছেন রোমান, হাকিম আহমেদ রুবেল ও সাগর ইসলাম। সেমিফাইনালে স্বাগতিক তুরস্কের কাছে ৬-২ সেটে হেরেছিল পুরুষ দল।
মেয়েদের দলীয় ইভেন্টে রুপা জয়ের সম্ভাবনা ছিল বাংলাদেশের। সেমিফাইনালে ইন্দোনেশিয়ার কাছে টাইব্রেক ভাগ্যে ৫-৪ সেটে হেরে যান দিয়া, বিউটি রায় ও নাসরিন আক্তাররা। পরে উজবেকিস্তানকে ৬-২ সেটে হারিয়ে দিয়ারা জিতেছেন ব্রোঞ্জ।