তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন লেভানডোভস্কি

29


‘গোল্ডেন বুট’ পুরস্কার নেওয়ার সময় রবার্ট লেভানডোভস্কি জানিয়েছিলেন তাঁর ইঙ্গিতটি ছিল কোচ জাভি হার্নান্দেজের প্রতি। রেফারির প্রতি কোনো অসৌজন্যমূলক আচরণ করেননি তিনি। তবে নিজের অবস্থান পরিষ্কার করার পরেও শাস্তি থেকে পার পেলেন না পোলিশ তারকা। গতকাল তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। রেফারির প্রতি ‘অসম্মানজনক’ আচরণের কারণেই এই নিষেধাজ্ঞা পেয়েছেন বার্সেলোনা তারকা। 

৮ নভেম্বর ওসাসুনার বিপক্ষে ক্যারিয়ারে দ্বিতীয় লাল কার্ড দেখেছিলেন লেভানডোভস্কি। এদিন বিরতির আগেই দুটি হলুদ কার্ড দেখেছিলেন তিনি। রেফারি গিল মানজানোর সিদ্ধান্তে বিরক্তি হয়ে মাঠ ছেড়ে যাওয়ার সময় বুড়ো আঙুল দিয়ে কিছু একটা ইঙ্গিত করেছিলেন এই স্ট্রাইকার। তাঁর ইঙ্গিতটি রেফারির প্রতি ‘অসম্মানজনক’ হিসেবে গণ্য করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। 

আরএফইএফ বিবৃতিতে জানিয়েছে, লেভা দুটি হলুদ কার্ডের জন্য এক ম্যাচ নিষিদ্ধ। আর দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন অফিশিয়ালদের প্রতি তার আচরণের কারণে। সে বের হয়ে যাওয়ার সময় রেফারিদের প্রতি ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করেছে। সব মিলিয়ে তিন ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে বিশ্বকাপের পর লা লিগা শুরু হলে। তার আগে অবশ্য লেভার নিষেধাজ্ঞার বিষয়ে আপিল করবে বার্সেলোনা। 

লেভার লাল কার্ডের দিন ছিল জেরার্ড পিকের বিদায়ী ম্যাচ। কিন্তু বিদায়ী ম্যাচে মাঠ থেকে বিদায় নিতে পারেননি বার্সা কিংবদন্তি। শুরুর একাদশে ছিলেন না তিনি। বিরতির পর তাঁকে নামানোর কথা ছিল কোচ জাভির। কিন্তু পোলিশ স্ট্রাইকারের লাল কার্ডে উত্তেজিত হয়ে রেফারির সঙ্গে টানেলে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন তিনি। এর শাস্তি হিসেবে এদিন তিনিও লাল কার্ড পেয়েছিলেন। এতে করে বিদায়ী ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি এই কিংবদন্তি। সেদিনের ঘটনায় তাঁকেও চার ম্যাচ নিষিদ্ধ করেছে আরএফইএফ। তবে তাঁর অবসর নেওয়া সেই নিষেধাজ্ঞা আর কার্যকর হচ্ছে না। 





Source link