এশিয়া কাপের দল ঘোষণা শ্রীলঙ্কার

34


এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কা বাদে বাকি সব দল তাদের স্কোয়াড ঘোষণা করেছিল আগে। টুর্নামেন্টের শেষ দল হিসেবে আজকে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) তাদের দল ঘোষণা করেছে। অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে দাসুন শানাকাকে।

এশিয়া কাপের ১৫তম আসরের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের বর্তমান সময়ের সব তারকা ক্রিকেটারই জায়গা পেয়েছেন স্কোয়াডে। দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার দিনেশ চান্দিমাল। এ ছাড়া দলে জায়গা পেয়েছেন ‘বেবি মালিঙ্গা’ খ্যাত মাথিশা পাথিরানাও। 

নিজ দেশের মাঠেই এশিয়া কাপ খেলার কথা ছিল শানাকা-চান্দিমালদের। কিন্তু দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি অবনতির কারণে এসএলসি টুর্নামেন্টটি আয়োজন করতে পারছে না। তাদের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতকে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

আগামী ২৭ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আর টুর্নামেন্টির ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর।

এশিয়া কাপে শ্রীলঙ্কার দল: দাসুন শানাকা (অধিনায়ক), ধানুষ্কা গুনাতিলিকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), চরিথ আশালাঙ্কা (সহ-অধিনায়ক), ভানুকা রাজাপক্ষে (উইকেটকিপার), আশেন বান্দারা, ধনঞ্জয় ডি’সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ তিকশেনা, জেফ্রি ভ্যান্ডারসে, প্রবীণ জয়াবিক্রমে, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্দো, চামিকা করুণারত্নে, দিলশন মধুশঙ্কা, মাথিশা পাথিরানা, দিনেশ চান্ডিমাল (উইকেটকিপার), নোয়ানিন্দু ফার্নান্দো, কাসুন রাজিথা।





Source link