ইউরোপ সেরা হয়েই কফি শপের কাজে ব্যস্ত তিনি

32


মাত্র কদিন আগেই ইউরো জিতেছে ইংল্যান্ড। শিরোপা জয়ের সেই উৎসবের রেশ এখনো শেষ হয়নি। এর মধ্যেই অবশ্য নিজের কফি শপ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ইংলিশ ফুটবলার জিল স্কট। বিশ্বকাপ জয়ের আনন্দকে নিজের কফি শপেও ছড়িয়ে দিয়েছেন তিনি।

ইংল্যান্ডের ঐতিহাসিক শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন স্কট। ফাইনালে অতিরিক্ত সময়ের আগ মুহূর্তে মাঠে নামেন তিনি। ম্যাচ শেষে আবেগে উচ্ছ্বসিত স্কট বিবিসিকে বলেন, ‘আমরা এটা পেয়েছি। আমরা জিতেছি। তরুণ খেলোয়াড়েরা দারুণ খেলেছে। তারা যথেষ্ট স্বাধীনতা নিয়ে খেলেছে।’

উদ্যাপন নিয়ে স্কট আরও বলেছেন, ‘উদ্যাপনটা অনেক বড় হবে। আমার মনে হয় না, এই সপ্তাহে আমি ঘুমাতে পারব।’ এই উত্তেজনা পেছনে ফেলে এখন অবশ্য নিয়মিত কাজে ব্যস্ত হয়েছেন স্কট। ফিরেছেন নিজের প্রিয় কফি শপে। ‘বক্সটুবক্স’ নামের এই কফি শপ নিয়েই এখন ব্যস্ত আছেন তিনি। শুক্রবার এক টুইট বার্তায় স্কট লিখেছেন, ‘বাস্তবতায় ফিরে এসেছি এবং এটা আমি ভালোবাসি। সবাইকে ধন্যবাদ যারা আমাকে শুভেচ্ছা জানাতে এসেছেন।’

কফি শপে নিজের সঙ্গে ইউরো জয়ের স্মারক মেডেলটিও সঙ্গে রেখেছেন স্কট। ভক্ত-সমর্থকেরাও তাঁর সঙ্গে দেখা করতে দোকানে এসেছেন। অনেকের সঙ্গে হাসিমুখে তিনি ছবিও তুলেছেন। 





Source link