
আসাম দুই ম্যাচের লাল বলের সিরিজ ২-০ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও দাপট দেখিয়েছে খুদে ক্রিকেটাররা। এক ইনিংস বাকি থাকতেই আসাম অনূর্ধ্ব-১৬ দলকে ২১৬ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।
আজ সিরিজের দ্বিতীয় ম্যাচের তৃতীয় দিনের প্রথম সেশনেই ১১৯ রানে গুটিয়ে যায় আসাম। প্রথম ইনিংসে ৪৩১ রান করা বাংলাদেশ এক ইনিংস থাকতেই জিতে যায়৷ এর আগে বাংলাদেশের ৪৩১ রানের জবাবে প্রথম ইনিংসে ৬৮ রান করেছিল আসাম।
ব্যাটিংয়ের পর দুই ইনিংসে বল হাতেও দাপট দেখাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। প্রথম ইনিংসে স্বাগতিকদের গুটিয়ে দিয়ে বাংলাদেশের লিড ৩৬৩ রান। দ্বিতীয় ইনিংসে ফলোঅনে ব্যাট করেও তা তাড়া করতে পারেনি তারা। পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ফারহান শাহরিয়ার।