আসল কাজে ফিরলেন সাকিব

36


ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই ছুটিতে যান সাকিব আল হাসান। জিম্বাবুয়ে সফরেও ছুটিতে ছিলেন তিনি। মাঠের ক্রিকেটে না থাকলেও এ সময়ে বেশ আলোচনায় ছিলেন এই অলরাউন্ডার। গত কয়েক দিন তাঁকে ঘিরেই দেশের ক্রিকেটে বিতর্কের যে ঝড় বয়ে গেছে, সেটা থেমেছে গতকালই। আর ঝড় শেষে নিজের আসল কাজে ফিরেছেন তিনি। 

মিরপুরে সাকিবকে ব্যক্তিগত গাড়িতেই বেশির ভাগ সময় দেখা মিলে। তবে আজ এলেন ভিন্ন এক গাড়িতে। হয়তো সংবাদকর্মীদের চোখে আড়ালেই থাকতে এমন পরিকল্পনা তাঁর। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের একটি গাড়িতে মাঠে এসেছিলেন তিনি। 

সকাল সাড়ে ১০টা মাঠে প্রবেশ করেন সাকিব। এরপর একাডেমি মাঠে মুমিনুল হকের সঙ্গে কিছুক্ষণ খোশগল্প করেন তিনি। ১১টার দিকে শেরেবাংলার মূল মাঠে প্রবেশ করে তিনি। এরপর একজন ট্রেনারকে নিয়ে আধ ঘণ্টার মতো ফিটনেস অনুশীলন করেছেন তিনি। 

মাঠে ফিরেই ফিটনেস নিয়ে কাজ করলেন সাকিব। ছবি: বিসিবি

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই গতকাল ইনডোরে আসার কথা ছিল তাঁর। সাকিব আসবেন বলে প্রস্তুতি নিয়ে রেখেছিল ইনডোরের কর্মীরাও ৷ তবে গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের জন্য আর মাঠে আসা হয়নি তাঁর। 

সাকিব মাঠের মানুষ। বাইরে যতই আলোচনা হোক ঠিকই সময়ে মাঠে দেখা যায় তাঁকে। মাঠের বাইরের আলোচনা-সমালোচনা মাঠের এলেই ভুলে যান তিনি। নিজেকে প্রাণবন্ত করে রাখেন অনুশীলনেও।





Source link