
কাগজের পাতায় নয়, লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার প্রথম চুক্তি হয়েছিল ন্যাপকিন পেপারে। এরপর দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে চোখের জলে শৈশবের ক্লাবকে বিদায় জানিয়েছিলেন মেসি। আর্থিক জটিলতার কারণে প্রিয় ফুটবলারকে ধরে রাখতে পারেননি বার্সা।
নাটকীয় এক দলবদলে গত বছর বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিয়েছিলেন মেসি। পিএসজিতে নাম লিখিয়ে মেসি অবশ্য এখন পর্যন্ত নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। এর মধ্যে কদিন আগে মেসিকে বার্সায় ফেরানোর ইচ্ছার কথা ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার কাছে জানিয়েছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। এবার লাপোর্তাও প্রতিশ্রুতি দিলেন আগামী মৌসুমে মেসিকে দলে আনবেন।
টিভি স্বত্ব বিক্রি করে আর্থিক সমস্যা কাটিয়ে উঠেছে বার্সেলোনা। নতুন মৌসুমে বেশ কিছু তারকা ফুটবলারকে কিনেছে স্প্যানিশ ক্লাবটি। এতে দলে দারুণ বৈচিত্র্য এসেছে। তবে কোনোভাবেই মেসিকে ভুলতে পারছে না ক্লাবটি। প্রিয় ফুটবলারকে ক্লাবে রাখতে না পেরে বেশ কবার অনুতাপের কথা জানিয়েছেন লাপোর্তা। এবার মেসির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁকে আগামী মৌসুমে আনার প্রতিশ্রুতিও দিয়েছেন ক্লাব সভাপতি। তিনি বলেছেন, ‘আমি চাই সে বার্সার জার্সিতে ক্যারিয়ার শেষ করুক আর সব মাঠে তার প্রশংসা হোক। তার এমন বিদায়ে আমি আংশিকভাবে দায় স্বীকার করছি। অনুভব করি যে এটি একটি সাময়িক সমাপ্তি। আমরা এই স্বপ্নটাকে বাস্তবে পরিণত করব। তাকে ফিরিয়ে আনার জন্য সবকিছু করব। অন্তত এটাই স্বপ্ন।’
মেসি দীর্ঘ ক্যারিয়ারে বার্সায় ৬৭০ গোল করেছেন ৭৭৬ ম্যাচে। এর সঙ্গে তিনি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৩০২ গোল। পিএসজিতে প্রথম মৌসুম ভালো কাটেনি আর্জেন্টাইন অধিনায়কের। ক্লাবের হয়ে নতুন মৌসুমে চ্যাম্পিয়নস লীগসহ সব শিরোপা জিততে চান। তবে ফরাসি ক্লাবটির সঙ্গে নতুন করে চুক্তি করেননি এখনো। পিএসজির সঙ্গে মেসির চুক্তি ২০২৩ সাল পর্যন্ত। তাঁর চুক্তি শেষ হওয়ার অপেক্ষায় আছেন বার্সা সভাপতি। তবে সবকিছু নির্ভর করবে মেসির ওপর। তিনি দুঃখ ভুলে আসবেন কি না কাতালান ক্লাবটিতে।