
দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২১ জুলাই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট–ইডির কার্যালয়ে ডাকা হয়েছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে। প্রতিবাদে সেদিন দেশ জুড়ে বিক্ষোভ–আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি।
কংগ্রেসের প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গের অভিযোগ, ‘রাজনৈতিক প্রতিহিংসা থেকেই গান্ধী পরিবারকে হেয় প্রতিপন্ন করতে চাইছে বিজেপি সরকার। তাই ন্যাশনাল হেরাল্ড মামলায় একবার ক্লিন চিট পাওয়ার পরও কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বকে হয়রানি করা হচ্ছে।’
খাড়গে আরও দাবি করেছেন, সোনিয়া গান্ধী আসলে বাঘিনী। তিনি ইডি বা অন্য কোনো তদন্তকে ভয় পান না। তিনি আগামী ২১ জুলাই সকাল ১১ টায়ই হাজির হবেন ইডি কার্যালয়ে।
উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড পত্রিকায় দুর্নীতির মামলায় গত এপ্রিল মাসে মল্লিকার্জুন এবং কংগ্রেসের কোষাধ্যক্ষ পবন বনসাল হাজিরা দিয়ে আসেন। আর্থিক দুর্নীতির তদন্তে নিযুক্ত ইডি গত জুন মাসে অন্তত ৫ দফায় রাহুল গান্ধীকেও জেরা করে।
সেসময়, গত ৮ জুন সোনিয়ার হাজিরার কথা থাকলেও কোভিড আক্রান্ত হওয়ার কারণে সেসময় ইডির কার্যালয়ে যেতে পারেননি তিনি। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, দেশটির পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনেও তাঁরা এই বিষয়ে সরকারের বিরুদ্ধে সোচ্চার হবেন।
এদিকে, সরকারি দল বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, নিজেদের অপরাধ আড়াল করতেই কংগ্রেস তদন্তের বিরোধিতা করছে।