
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আগামী সেপ্টেম্বরেই যুক্তরাজ্য থেকে পাকিস্তানে ফিরবেন। পাকিস্তানের মন্ত্রী ও মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ নেতা জাভেদ লতিফ এ তথ্য জানিয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে পাকিস্তানের গণমাধ্যম ডন।
গতকাল সোমবার লাহোরে এক সংবাদ সম্মেলনে জাভেদ লতিফ বলেছেন, নওয়াজ শরিফকে ছাড়া পাকিস্তানের রাজনীতিতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করা সম্ভব নয়। জনগণ চায়, নওয়াজ দ্রুত দেশে ফিরুন।
নওয়াজ শরিফ দেশে ফিরলে পিএমএল কিছুতেই তাঁকে কারাগারে যেতে দেবে না বলেও মন্তব্য করেন লতিফ জাভেদ। তিনি বলেন, ‘আমাদের দল মনে করে, তাঁর ওপর অবিচার করা হয়েছে।’ পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি সাকিব নিসারের নির্দেশে নওয়াজকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
লতিফ জাভেদ পিটিআই চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা করে বলেন, ‘যাঁরা নওয়াজকে সরিয়েছিল এবং ইমরানকে ক্ষমতায় যেতে সহায়তা করেছিল, তারা কি এখনো শিক্ষা নেবে না?’
এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, জোট সরকার আইনে কিছু সংশোধনী আনতে পারে যাতে পানামা পেপারস মামলায় নওয়াজের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে সুবিধা হয়।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, নওয়াজ সম্ভবত সাধারণ নির্বাচনের আগে পাকিস্তানে ফিরে আসবেন। কারণ পিএমএল-এন নেতারা মনে করেন, ইমরানের দল পিটিআইকে ঠেকাতে রাজনীতির মাঠে নওয়াজের উপস্থিতি প্রয়োজন।
দুর্নীতির সাজা মাথায় নিয়ে নওয়াজ শরিফ ২০১৯ সালে আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। এর পর আর তিনি পাকিস্তানে ফেরেননি।
২০১৮ সালে একটি দুর্নীতি মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর পাকিস্তানের একটি বিশেষ আদালত নওয়াজকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন। সেই সঙ্গে তাঁকে ১ দশমিক ৩ বিলিয়ন রুপি জরিমানা করেন।