
রাশিয়ার সঙ্গে শস্য চুক্তির পর আজ সোমবার শস্যবাহী প্রথম জাহাজটি ইউক্রেনের বন্দর ছেড়ে গেছে। তুর্কি ও ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, স্থানীয় সময় সোমবার ভোরে জাহাজটি দক্ষিণাঞ্চলীয় ওদেসা বন্দর ছেড়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার করার পর থেকে ইউক্রেনের বন্দর অবরুদ্ধ করে রেখেছে রাশিয়া। তবে বন্দর থেকে শিপমেন্ট চালু করার ব্যাপারে সম্প্রতি একটি ঐতিহাসিক চুক্তিতে সম্মত হয়েছে উভয় দেশ। সেই চুক্তির অধীনে প্রথম জাহাজটি আজ বন্দর ছাড়ল। আশা করা হচ্ছে এই চুক্তির কারণে বৈশ্বিক খাদ্য সংকট কমবে এবং শস্যের দামও কমবে।
তুরস্ক বলেছে, সিয়েরা লিওনের পতাকাবাহী রজোনি নামের জাহাজটি লেবাননে ডক করবে। আগামী সপ্তাহে আরও জাহাজ চালানের পরিকল্পনা করা হয়েছে। ইস্তাম্বুলের জয়েন্ট কো-অর্ডেনশন সেন্টার বলেছে, জাহাজটি প্রায় ২৬ হাজার টন ভুট্টা বহন করছে এবং মঙ্গলবার এটি তুর্কি জলসীমায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী আলেক্সান্ডার কুব্রাকভ ফেসবুকে লিখেছেন, ‘আজ ইউক্রেন তার অংশীদারদের সঙ্গে বৈশ্বিক ক্ষুধার নিবারণের আরেকটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে।’ আগামী সপ্তাহে ওদেসা বন্দর ছেড়ে যাওয়ার জন্য আরও ১৬টি জাহাজ অপেক্ষা করছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শস্যবাহী প্রথম জাহাজ বন্দর ছেড়ে যাওয়াকে স্বাগত জানিয়েছেন। এ চুক্তি বাস্তবায়নে তুরস্কের ভূমিকার প্রশংসা করেছেন তিনি।
জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় গত মাসে রাশিয়ার সঙ্গে শস্য চুক্তিটি হয়। চুক্তিটি ১২০ দিন স্থায়ী হবে। উভয় পক্ষ সম্মত হলে এটি পুনর্নবীকরণ করা যেতে পারে।