
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ শহরে রাশিয়ার হামলায় দেশটির শীর্ষস্থানীয় খাদ্যশস্য ব্যবসায়ী ওলেক্সি ভাদাতুরস্কি নিহত হয়েছেন। রোববার (৩১ জুলাই) রাতে নিজ বাড়িতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৭৪ বছর বয়সী ওই ব্যবসায়ী ও তাঁর স্ত্রী প্রাণ হারান।
বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, নিহত ওলেক্সি ভাদাতুরস্কি ছিলেন নিবুলন নামের একটি কোম্পানির মালিক। কোম্পানিটি ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি করত।
ব্যবসায়ী ভাদাতুরস্কির মৃত্যুকে বড় ক্ষতি বলে বর্ণনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মাইকোলাইভ শহরে রুশ বাহিনী রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে জানা গেছে। শহরটির মেয়র ওলেকসান্দার সেনকেয়েভিচ বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর শহরটিতে সম্ভবত এটিই রুশ বাহিনীর সবচেয়ে বড় ধরনের হামলা।
মাইকোলাইভের অবস্থান ইউক্রেনের প্রধান সমুদ্রবন্দর ওডেসায় যাওয়ার পথে। ফলে কৌশলগতভাবে শহরটিকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। রাশিয়া এর আগেও এখানে কয়েক দফায় হামলা চালিয়েছিল।