
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১১ জন। স্থানীয় সময় শনিবার রাতে দেশটির ফিলাডেলফিয়ার জনবহুল সাউথ স্ট্রিট এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাতে মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, বন্দুক হামলায় দুই পুরুষ ও এক নারী নিহত হয়েছেন। ব্যস্ত ওই এলাকায় ভিড়ের মধ্যে কয়েকজন গুলি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ওই কর্মকর্তা জানান, সাউথ স্ট্রিটে শতাধিক মানুষ ছুটির দিন উদ্যাপন করছিলেন। সে সময়ই ওই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে দুটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।