বিরোধীদের বিরুদ্ধে বিজেপির ‘ওয়াশিং মেশিন’ রাজনীতি

32


বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তোলপাড় চলছে ভারতে। ক্ষমতাসীন দল বিজেপির বিরোধী শিবিরের সব দলই কম বেশি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। তবে দলবদল করে শাসক শিবিরে নাম লেখালেই সমস্ত অভিযোগ ধামাচাপা। তাই বেড়ে গিয়েছে দলবদলের হার। শাসক দলের ‘ওয়াশিং মেশিন’ ব্যস্ত দলবদলকারীদের গায়ে থাকা কালির দাগ তুলতে। 

ভারতের একাধিক তদন্তকারী সংস্থার অতি সক্রিয়তায় প্রধান বিরোধী দল কংগ্রেস থেকে শুরু করে বিরোধী শিবিরের নেতাদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে। তাদের দাবি, গণতন্ত্রের মূল ভিত্তিও মোদির শাসনামলে কম্পমান! দিল্লি থেকে মুম্বাই, কলকাতা থেকে তিরুবন্তপুরম সর্বত্রই একই ছবি। 

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো ব্যস্ত বিরোধী শিবিরের নেতাদের দুর্নীতি প্রমাণে। অথচ, শাসক দল বা জোটের নেতারা বহাল তবিয়তে। তাঁদের টিকিটিও স্পর্শ করা হচ্ছে না। এমনকি, ‘বিরোধী শিবির ছেড়ে শাসক জোটে এলেও নাকি সাত খুন মাফ! বিজেপির ওয়াশিং মেশিনে সব পাপ ধুয়ে সাফ!’ —এমন কটাক্ষ হজম করতে হচ্ছে শাসক দলকে। 

কংগ্রেসসহ বিরোধী দলগুলোর অভিযোগ, তদন্তের নামে প্রকৃতপক্ষে করা হচ্ছে সরকারের সমালোচকদের। বিজেপির আমলে গণতন্ত্র আক্রান্ত হয়েছে। এসব নিয়ে দেশটির পার্লামেন্টেও আওয়াজ তুলেছেন বিরোধী এমপিরা। আর তাই বর্ষাকালীন অধিবেশন বিঘ্নিত হচ্ছে প্রতিদিন। 

দিল্লিতে আম আদমি পার্টির বর্ষীয়ান নেতা ও মন্ত্রী সত্যেন্দ্র জৈন বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে আটক। মহারাষ্ট্রে সম্প্রতি বন্দী হয়েছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। মন্ত্রী থাকাকালেই গ্রেপ্তার হন দুই এনসিপি নেতা অনিল দেশমুখ এবং নবাব মালিক। অনিল ছিলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী। পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী ও শাসক দল তৃণমূলের মহাসচিব শিল্পমন্ত্রী থাকা অবস্থায় গ্রেপ্তার হন ইডির হাতে। কেরালার বামপন্থী মুখ্যমন্ত্রী পিলারাই বিজয়ননের মতো মানুষের বিরুদ্ধেও স্বর্ণ পাচারের অভিযোগকে মাঝেমধ্যেই খোঁচানো হচ্ছে। অন্ধ্রপ্রদেশ বা তামিলনাডুতেও সক্রিয়তা বাড়াচ্ছে তদন্তকারী সংস্থা। কংগ্রেস শাসিত রাজস্থান ও ছত্তিশগড়ে একই ছবি। গোটা দেশেই কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থা সিবিআই বা ইডি বিরোধী দলের নেতাদেরই নিশানা করছে। অথচ শাসক দলের কাউকেই তাঁদের নজরে দেখা যাচ্ছে না। 

এমনকি, এক সময়ে কংগ্রেসের ডাকসাইটে নেতা ও মন্ত্রী এবং বর্তমানে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বা সাবেক তৃণমূল নেতা ও মন্ত্রী এবং বর্তমানে পশ্চিমবঙ্গ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নিয়েও নীরব সিবিআই-ইডি। তাঁদের দুজনের বিরুদ্ধেই রয়েছে আর্থিক অপরাধের একাধিক অভিযোগ। অথচ তাঁদের বিরুদ্ধে বন্ধ সিবিআই বা ইডির সক্রিয়তা। বিজেপিতে যোগদানের আগে হিমন্তের বিরুদ্ধে চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে সোচ্চার ছিলেন বিজেপি নেতারা। তদন্তকারীরা তলব করেছিলেন তাঁর স্ত্রীকে। তাঁর বিরুদ্ধে রয়েছে লুইস বার্গার কোম্পানি থেকে ঘুষ নেওয়ার অভিযোগ। এমনকি, হিমন্তের স্ত্রীর সংস্থা কোভিড মহামারির সময় অনেক বেশি টাকায় করোনা চিকিৎসার সামগ্রী সরবরাহ করেছে বলেও অভিযোগ। কিন্তু এখন আর তিনি নেই গোয়েন্দাদের নজরে। ঠিক তেমনি বিজেপি এক সময়ে ভিডিও ক্লিপিংস দেখিয়ে অভিযোগ করেছিলেন।





Source link