পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২ 

32


পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হয়েছেন। আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সীমান্তবর্তী পোল্যান্ডের প্রজেওডোতে এ হামলার ঘটনা ঘটে। 

পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক একটি সরকারি কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। 

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদা বলেছেন, ‘এই ক্ষেপণাস্ত্র হামলাটি কারা চালিয়েছে সেটি এখনো নিশ্চিত নয়। তবে এটি সম্ভবত রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র। বিষয়টি এখনো তদন্তাধীন।’ 

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো এ হামলার সঙ্গে জড়িত নয়।





Source link