
পাকিস্তান সরকার রাত ১০টার পর সকল ধরনের বিয়ের আনুষ্ঠানিকতা নিষিদ্ধ করেছে। স্থানীয় সময় বুধবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করার কথাও বলা হয়েছে। দেশটির গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জিও নিউজ বলেছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিজে এ নিষেধাজ্ঞা জারি করেছেন। একই সঙ্গে বিয়ের অনুষ্ঠানে এক পদের বেশি খাবার না দেওয়ার কথাও বলা হয়েছে। সূত্রটি জানিয়েছে, শিগগির এ বিষয়ে নির্দেশনা জারি করা হবে।
ইসলামাবাদের পুলিশ ও প্রশাসনকে এ নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য ইতিমধ্যেই বলা হয়েছে। যদি কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করে, তবে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তবে কী কারণে এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি বলে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।
তীব্র বিদ্যুৎ সংকটের কারণে পাকিস্তানজুড়ে বিক্ষোভ চলছে। এমন পরিস্থিতিতে এ নিষেধাজ্ঞার খবর জানা গেল।