
পাকিস্তানের করাচিতে একটি মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার রাতে করাচির কোরাঙ্গির ‘জে’ এলাকায় শ্রী মারি মাতা মন্দিরে হামলা চালায় একদল দুষ্কৃতকারী।
পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, বুধবার করাচির কোরাঙ্গি এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের একটি মন্দির ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় সেখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। কোনো প্রকার ঝামেলা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
করাচির কোরাঙ্গি এলাকায় বসবাসকারী এক ব্যক্তি এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন, ‘৬ থেকে ৮ জন মোটরসাইকেলে করে এসে মন্দিরে ভাঙচুর চালায়। তবে কে বা কারা এ হামলা করেছে তা আমরা জানি না। এই হামলার পর থানায় গিয়ে মামলা দায়ের করেছি।’
উল্লেখ্য, পাকিস্তানে হিন্দু মন্দিরে হামলার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত বছরের অক্টোবরে সিন্ধু নদীর তীরে কোটরিতে অবস্থিত একটি ঐতিহাসিক মন্দিরও ভাঙচুর করা হয়েছিল।