তাইওয়ান ঘিরে ‘নজিরবিহীন’ মহড়ায় চীন

28


তাইওয়ানের চারপাশ ঘিরে নজিরবিহীন সামরিক মহড়া শুরু করেছে চীন। সমুদ্র ও আকাশসীমায় দেশটি এই মহড়া চালাচ্ছে। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের পরিপ্রেক্ষিতেই এমন পদক্ষেপ নিয়েছে বেইজিং। 

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরা জানায়, স্থানীয় সময় বুধবার (৩ আগস্ট) দুপুরে তাইওয়ানের চারপাশে ছয়টি জায়গায় সামরিক মহড়া শুরু হয়। এই মহড়া চলবে ৭ আগস্ট পর্যন্ত। 

চীনের চরম আপত্তি সত্ত্বেও মঙ্গলবার (২ আগস্ট) তাইওয়ান সফরে যান ন্যান্সি পেলোসি। অঞ্চলটিতে তাঁর সফরের শুরু থেকেই সামরিক প্রস্তুতি নিতে শুরু করে বেইজিং। তাইওয়ানকে শাসাতে বেশ কিছু নিষেধাজ্ঞাও আরোপ করেছে দেশটি।

চীনের মহড়াকে সরাসরি জাতিসংঘের নিয়ম ভঙ্গ বলে উল্লেখ করেছে তাইওয়ান। ছবি: টুইটার

এদিকে, তাইওয়ান চীনের এমন মহড়াকে সরাসরি জাতিসংঘের নিয়ম ভঙ্গ বলে উল্লেখ করেছে। দেশটি বলেছে, তাদের আকাশ ও জলসীমা অবরোধ করার মাধ্যমে চীন জাতিসংঘের নিয়ম ভঙ্গ করেছে। দেশটি আরও জানিয়েছে, তাঁরা চীনের এই পদক্ষেপের উপযুক্ত জবাব দেবে। 

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাইওয়ানের ১২ নটিক্যাল মাইল সমুদ্র ও আকাশসীমার মধ্যে চীন পরিকল্পিতভাবে সামরিক মহড়া চালাচ্ছে। একজন জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, এটি একটি নজিরবিহীন পদক্ষেপ। এর আগে গতকাল বুধবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটে জানায়, ২৭টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছে। 

ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই কড়া পদক্ষেপ নিয়েছে চীন। ছবি: টুইটার স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টার দিকে তাইপে বিমানবন্দরে পৌঁছান ন্যান্সি পেলোসি। সেখানে দেশটির নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানান। ন্যান্সি পেলোসির সংক্ষিপ্ত তাইওয়ান সফর শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই এসব কড়া পদক্ষেপ নিয়েছে চীন। 





Source link