জাতিসংঘে সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজ্যুলেশন গৃহীত

25


জাতিসংঘ সাধারণ পরিষদের থার্ড কমিটিতে মিয়ানমারের রোহিঙ্গাসহ অন্যান্য কয়েকটি দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ছয়টি রেজ্যুলেশন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) রাতে এই প্রস্তাব গৃহীত হয়। রোহিঙ্গা বিষয়ক প্রস্তাবনাটি যৌথভাবে উত্থাপন করে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এবারের রেজল্যুশনটিতে ১০৯টি দেশ সহ-পৃষ্ঠপোষকতা প্রদান করেছে। 

জাতিসংঘ এক প্রতিবেদনে জানায়, মিয়ানমারে মানবাধিকার সংক্রান্ত একটি খসড়া রেজ্যুলেশন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। মিয়ানমারের নিরাপত্তা ও সশস্ত্র বাহিনীর দ্বারা সংঘটিত রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতনের নিন্দা জানিয়েছে সাধারণ পরিষদ। মিয়ানমারের সেনাবাহিনীকে অবিলম্বে সমস্ত সহিংসতা বন্ধ করতে, ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার প্রদান এবং স্বাধীন তদন্তের মাধ্যমে দায়মুক্তির অবসানের আহ্বান জানানোর কথা উল্লেখ করা হয় রেজল্যুশনে। 

প্রস্তাবনায় মানবিক সংকট সৃষ্টি এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা হুমকির মুখে ফেলা এবং দেশটির জনগণের বিরুদ্ধে নৃশংসতার জন্য মিয়ানমারের সামরিক জান্তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। এ ছাড়া চলমান বিচার ও দায়বদ্ধতা নিরূপণ প্রক্রিয়ার ওপর সজাগ দৃষ্টি বজায় রাখার কথা বলা হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলার অগ্রগতি এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউশনের তদন্তকেও স্বাগত জানানো হয়েছে। 

রেজল্যুশনটিতে বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ ও বাংলাদেশ গৃহীত মানবিক প্রচেষ্টার স্বীকৃতি দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের ওপর মানবাধিকার লঙ্ঘনের জন্য ন্যায় বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে আইসিসি, আইআইএমএম ও অন্যান্য ন্যায়বিচার ব্যবস্থার সঙ্গে যেভাবে বাংলাদেশ সহযোগিতা অব্যাহত রেখেছে তা প্রশংসিত হয়েছে এতে। 

জাতিসংঘ সাধারণ পরিষদের থার্ড কমিটিতে মিয়ানমার পরিস্থিতি ছাড়াও ইরান, সিরিয়া, উত্তর কোরিয়া ও ক্রিমিয়ার মানবাধিকার বিষয়ক মোট ছয়টি খসড়া রেজ্যুলেশন অনুমোদন করা হয়। 





Source link