চীন ও ভারতের বিতর্কিত সীমান্তের কাছে সামরিক মহড়া চালাবে ওয়াশিংটন–দিল্লি

25


চীন ও ভারতের মধ্যকার বিতর্কিত সীমান্ত থেকে ১০০ কিলোমিটারের (৬২ মাইল) মধ্যে ভারতের সঙ্গে যৌথ মহড়া চালাবে যুক্তরাষ্ট্র। ভারতের উত্তারখণ্ডে অবস্থিত আউলিতে অবস্থিত ১০ হাজার ফুট উচ্চতার পার্বত্য অঞ্চলে এই মহড়া চালানো হবে। এই মহড়ার জন্য সময় নির্ধারণ করা হয়েছে আগামী মধ্য নভেম্বর। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ভারতীয় সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। আউলি চীন ও ভারতের সীমান্তরেখা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে মাত্র ৯৫ কিলোমিটার দূরে অবস্থিত। পার্বত্য অঞ্চলে তীব্র ঠান্ডার মধ্যে যুদ্ধাভ্যাস তৈরিতে এই মহড়া চালানো হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। 

এই মহড়া ভারতের সেনাবাহিনীর ১৮ তম বাৎসরিক যৌথ মহড়ার আওতায় অনুষ্ঠিত হবে। এই যৌথ মহড়া সাধারণত ‘যুদ্ধ অভ্যাস’ বা ‘ওয়ার প্র্যাকটিস’ নামে পরিচিত। 

এর আগে, ২০২০ সালের জুনে হিমালয়ে চীন ও ভারতের সৈন্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ ভারতীয় সৈন্য এবং ৪ চীনা সৈন্য নিহত হওয়ার পর থেকে ভারত ও চীনের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে রয়েছে। সম্প্রতি চীন সীমান্তে অবস্থিত প্যাংগং সো হ্রদের ওপর একটি সেতু নির্মাণের মাধ্যমে উত্তেজনা আরও বেড়েছে। এই পদক্ষেপকে ভারত সরকার ‘অবৈধ দখল’ বলে নিন্দা করেছে। 

এদিকে, ভারতের লাদাখ অঞ্চলের আকাশসীমায় চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ বন্ধ নিশ্চিত করতে বেইজিংয়ের সঙ্গে আলোচনায় বসেছিল দিল্লি। ভারতের বিমানবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা চীনের সামরিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসেন। 

গত ৫ আগস্ট অনুষ্ঠিত ওই আলোচনা মূলত ভারতীয় আকাশসীমায় চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ বন্ধ নিশ্চিত করতেই। তবে সাম্প্রতিক সময়ে কোনো চীনা যুদ্ধবিমান ভারতের আকাশ সীমায় অনুপ্রবেশ করেনি। তারপরও পূর্ব সতর্কতা হিসেবে দুই দেশের মধ্যে এই আলোচনা। এই আলোচনায় দুই দেশ একটি সাধারণ ঐকমত্যে পৌঁছেছে। ঐকমত্য অনুসারে দুই দেশের কোনো যুদ্ধবিমানই ভুল বোঝাবুঝি এড়াতে দুই দেশের সীমান্তরেখা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসির ১০ কিলোমিটারের মধ্যে যুদ্ধবিমান ওড়াবে না। 





Source link