ইসরায়েল ফিলিস্তিনে ৫০টি হলোকাস্ট সংঘটিত করেছে: মাহমুদ আব্বাস

50


ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাবুদ আশ্বাস বলেছেন, ফিলিস্তিনে ইসরায়েলি সৈন্যরা ৫০টি হলোকাস্ট সংঘটিত করেছে। স্থানীয় সময় গত মঙ্গলবার দিবাগত রাতে জার্মানির রাজধানী বার্লিনে দেশটির চ্যান্সেলর লাফ উৎসে সঙ্গে যৌথ এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। তাঁর এই বক্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল এবং জার্মানি।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই সংবাদ সম্মেলনে মাহমুদ আব্বাসকে জিজ্ঞেস করা হয়, তিনি ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিক চলাকালে বেশ কয়েকজনকে জিম্মি করে ফিলিস্তিনি মিলিশিয়া কর্তৃক ১১ ইসরায়েলি হত্যার জন্য ফিলিস্তিনিদের হয়ে ক্ষমা চাইবেন কিনা।

জবাবে সরাসরি কিছু না বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সেনাবাহিনী কর্তৃক পরিচালিত গণহত্যা হলোকাস্টের কথা উদাহরণ টেনে ৮৭ বছর বয়সী এই ফিলিস্তিনি নেতা বলেন, ১৯৪৭ সালের পর থেকে ইসরায়েলিরা ফিলিস্তিনে অন্তত ‘৫০টি হলোকাস্ট, ৫০ টি গণহত্যা চালিয়েছে।’ মাহমুদ আব্বাস আরও বলেন, ‘আমাদের দাবি যথেষ্ট স্পষ্ট, আমরা যা চাই তা হলো শান্তি। দয়া করে শান্তির পথে আসুন, নিরাপত্তার পথে আসুন। আসুন, নিজেদের মধ্যে বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করি।’

ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ২৪–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মাহমুদ আব্বাসের এমন বক্তব্যের কড়া সমালোচনা চলছে ইসরায়েল এবং জার্মানি জুড়ে। জার্মান চ্যান্সেলর তাৎক্ষণিকভাবে মাহমুদ আব্বাসের মন্তব্যের প্রতিবাদ না করায় তারও সমালোচনা চলছে ইসরায়েল এবং জার্মানিজুড়ে।

জার্মান চ্যান্সেলর বলেছেন, তিনি মাবুদ আব্বাসের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে বিরক্ত। তিনি বলেন, ‘জার্মানদের জন্য হলোকাস্ট বিষয়ে যেকোনো তুলনামূলক বক্তব্য অসহ্য এবং অগ্রহণযোগ্য। আমি হলোকাস্টকে অস্বীকার করার যেকোনো প্রচেষ্টার নিন্দা করি।’ হলোকাস্টের ঘটনার নিন্দা করলেও ওই সংবাদ সম্মেলনে ওলাফ শলৎস ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর সহিংস আচরণের নিন্দা করতে অস্বীকৃতি জানান।

ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ের লাপিদ এক টুইটে বলেছেন, ‘মাহমুদ আব্বাস জার্মান মাটিতে দাঁড়িয়ে ইসরায়েলকে ৫০টি গণহত্যার অভিযোগে অভিযুক্ত করেছেন। এটি কেবল নৈতিক অবমাননাই নয় বরং একটি ভয়ংকর মিথ্যাচার। হলোকাস্টে ৬০ লাখ ইহুদিকে হত্যা করা হয়েছিল, যার মধ্যে ১৫ লাখই ছিল শিশু ছিল। ইতিহাস তাঁকে কখনই ক্ষমা করবে না।’

অপরদিকে, ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফায় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মাহমুদ আব্বাসের মন্তব্য গত শতাব্দীতে ঘটে যাওয়া হলোকাস্টের ইতিহাসকে অস্বীকার করার উদ্দেশ্যে ছিল না। তিনি সব সময়ই জোরালো ভাষায় ইতিহাসের সেই ভয়াল গণহত্যার নিন্দা করেছেন।’ 





Source link