ইউক্রেনে স্বাধীনতা দিবসকে ঘিরে বড় হামলার আশঙ্কা

50


ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের কাছে একটি শহরে গোলাবর্ষণ করেছে রাশিয়া। তবে হামলায় পরমাণু কেন্দ্রটির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ছাড়া রোববার (২১ আগস্ট) বন্দর শহর ওদেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধজাহাজ থেকে ছোড়া হাইপারসনিক ক্যালিবার মিসাইলের সাহায্যে ওদেসার অস্ত্রাগার ধ্বংস করা হয়েছে। ওই অস্ত্রাগারে যুক্তরাষ্ট্রের দেওয়া হাইমার রকেট সিস্টেম ছিল বলে দাবি মস্কোর। এ ছাড়া খারসনে ইউক্রেনের দুইটি এম ৭৭৭ হাউইৎজারও ধ্বংস করার কথা জানানো হয়। 
 
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, অস্ত্রাগার ধ্বংসের কথা সম্পূর্ণ অস্বীকার করেছে ইউক্রেন। কিয়েভের পাল্টা দাবি, রাশিয়ার দুইটি মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করেছে তারা। 

আগামী ২৪ আগস্ট ইউক্রেনের স্বাধীনতা দিবসে বড় হামলার আশঙ্কা। ছবি: টুইটার

এদিকে রোববার রাতে এক ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া আরও একটি মানবাধিকার লঙ্ঘন করার প্রক্রিয়া শুরু করেছে। 

আগামী ২৪ আগস্ট ইউক্রেনের স্বাধীনতা দিবস। ৩১ বছর আগে এই দিন সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বেরিয়ে আসে ইউক্রেন। এ ছাড়া দিনটিতে চলমান ইউক্রেন যুদ্ধের ছয় মাস পূর্ণ হবে। কিয়েভের ধারণা, স্বাধীনতা দিবসে রাশিয়া বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা করছে। এমন পরিস্থিতিতে বিশেষ করে কিয়েভে বড় জমায়েত না করার পরামর্শ দেওয়া হয়েছে। 





Source link