ইউক্রেনের ভিনিৎসিয়া শহরে রুশ হামলা, নিহত ২৩ 

40


মধ্য ইউক্রেনের ভিনিৎসিয়া শহরে বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এতে তিন শিশুসহ ২৩ জন নিহত হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। 

এই হামলাকে ‘প্রকাশ্য সন্ত্রাস’ বলে আখ্যায়িত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি মস্কোর যুদ্ধাপরাধের জন্য ‘বিশেষ ট্রাইব্যুনাল’ গঠনের আকুতি জানিয়েছেন। 

দ্য হেগে ইউরোপীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে এক ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘বৃহস্পতিবার মধ্য ইউক্রেনের ভিনিৎসিয়ায় আটটি রকেট নিক্ষেপ করে রাশিয়া। এর মধ্যে দুটি আঘাত হানে শহরের কেন্দ্রস্থলে। এ হামলায় অসংখ্য মানুষ আহত হয়েছে।’ 

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, সাধারণ মানুষের ওপর হামলায় তিনি ‘শঙ্কিত’। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এই হামলাকে ‘নৃশংসতা’ বলে নিন্দা জানিয়েছে। 

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। ইউক্রেনের বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর এরই মধ্যে নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। দুই দেশের যুদ্ধে বিশ্বজুড়েই দেখা দিয়েছে নানান সংকট।





Source link