
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অবৈধ উৎস থেকে অর্থ নিয়েছে বলে এক রায়ে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। আজ মঙ্গলবার দেওয়া এক রায়ে দেশটির নির্বাচন কমিশন এই অর্থ কেন বাজেয়াপ্ত করা হবে না তা জানতে চেয়ে নোটিশও জারি করেছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার নেতৃত্বে তিন সদস্যের ইসিপি বেঞ্চ পিটিআইয়ের প্রতিষ্ঠাতা সদস্য আকবর এস বাবরের দায়ের করা মামলায় রায় ঘোষণা করে।
তেহরিক–ই–ইনসাফের বিরুদ্ধে এই মামলাটি ২০১৪ সালের ১৪ নভেম্বর থেকে চলছিল। রায়ে বলা হয়, পিটিআই ৩৪ জন বিদেশি নাগরিক এবং ৩৫১টি বিদেশভিত্তিক প্রতিষ্ঠান থেকে অবৈধ এ অর্থ পেয়েছে। যেসব অ্যাকাউন্টে অর্থ এসেছে এর মধ্যে ৬টির মালিকানা পিটিআইয়ের, ১৩টি রাখা হয়েছে গোপন এবং ৩টির ব্যাপারে কিছু জানানো হয়নি।
সংবাদমাধ্যম ডনের কাছে আসা লিখিত রায়ের একটি কপি থেকে জানা গেছে, পিটিআই জ্ঞাতসারে এবং ইচ্ছাকৃতভাবে ব্যবসায়ী আরিফ নাকভির উটন ক্রিকেট লিমিটেড থেকে অর্থ পেয়েছে। এর মধ্যে ২১ লাখ ২১ হাজার ৫০০ ডলার অবৈধ।